খ্রীষ্টিয় শিষ্যত্ব প্রশিক্ষণ

খ্রীষ্টিয়ান ডিসাইপলশীপ সেন্টার তৃণমূল খ্রীষ্টিয়ান যুবক-যুবতীদেরকে এক বৎসরের জন্য পূর্ণ আবাসিক পরিবেশে খ্রীষ্টিয় শিষ্যত্ব প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দিয়ে থাকে। শিষ্যত্ব প্রশিক্ষণের মূল লক্ষ্য হল পবিত্র বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের জীবনে খ্রীষ্টিয় বিশ্বাসের আত্মিক ও নৈতিক আদর্শের ভিত্তি গড়ে তোলা। সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে খ্রীষ্টিয় শিষ্যত্ব প্রশিক্ষণ এমন ভাবে গড়ে তোলা হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীগণ এমন জীবন ধারণে অভ্যস্ত ও উৎসাহিত হয়ে পড়েন যাতে তারা খ্রীষ্টের উপযুক্ত শিষ্য হয়ে তাঁর পরিচর্য্যা কাজে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে পারেন। এসকল নিবেদিত প্রাণ প্রভুর শিষ্যেরা পরবর্তীতে খ্রীষ্টিয় মন্ডলীর পালক, প্রচারক এবং নানাবিধ পরিচর্য্যা কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে থাকেন।

একাডেমিক কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য এমনভাবে সাজানো হয় যাতে তারা পবিত্র বাইবেল সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করে ও সেগুলোকে তাদের নিজের জীবনে পালন করার মাধ্যমে তাদের আত্মিক ও নৈতিক জীবনকে আরো উৎকর্ষতার দিকে নিয়ে যেতে পারেন। সিডিসির পূর্ণ আবাসিক প্রশিক্ষণে পুরো বাইবেল অধ্যয়নের পাশাপাশি পুরাতন ও নতুন নিয়মের প্রতিটি পুস্তকের উপর শিক্ষা, খ্রীষ্টিয় ঈশতত্ত্ব, মন্ডলীর ইতিহাস, যীশুর জীবনী, প্রচারবিদ্যা, অন্যান্য ধর্ম, খ্রীষ্টিয় যোগাযোগ, ধর্মীয় সঙ্গীত এবং খ্রীষ্টিয় শিষ্যত্ব সম্পর্কিত বিবিধ শিক্ষার উপর প্রাধান্য দিয়ে খ্রীষ্টিয় নীতিশাস্ত্র, খ্রীষ্টিয় বিবাহ ও পরিবার এবং খ্রীষ্টিয় ধনাধ্যক্ষতা বিশেষ যত্ন সহকারে সিডিসিতে পড়ানো হয়। সিডিসির কোর্সগুলোকে মোট চারটি টার্মে ভাগ করে পড়ানো হয় (চল্লিশ সপ্তাহ) এবং সফল প্রশিক্ষণ শেষে প্রতিজন ছাত্র-ছাত্রীকে খ্রীষ্টিয় পরিচর্যা ক্ষেত্রে “ডিপ্লোমা অব খ্রীষ্টিয়ান মিনিষ্ট্রি” সার্টিফিকেট প্রদান করা হয়। বর্তমানে সিডিসিতে আটজন পূর্ণকালীন দেশীয় স্টাফ কর্মরত রয়েছেন যারা সকলেই সিডিসির ফ্যাকাল্টি সদস্য। এছাড়া সিডিসিতে নিয়মিত শিক্ষাদানে সম্পৃক্ত রয়েছেন অভিজ্ঞ, পরিপক্ক ও সুশিক্ষায় শিক্ষিত বেশ কয়েকজন খন্ডকালীন শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী।

শুরু থেকে ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সিডিসি সর্বমোট ৭৮৯ জন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের দেশীয় ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছে যার মধ্যে ২৬৩ জন মহিলা রয়েছেন। এদের অধিকাংশই বর্তমানে দেশের বিভিন্ন মিশন, মন্ডলী ও সংস্থার সাথে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এবং প্রভুর গৌরবের জন্য মন্ডলী বৃদ্ধির কাজে বিশেষ অবদান রাখছেন।

বিঃদ্রঃ- সিডিসির পূর্ণ প্রশিক্ষণ শুধুমাত্র বাংলায় পরিচালিত হয়।

শিষ্যত্ব প্রশিক্ষণের জন্য কে আবেদন করতে পারেন?

  • নতুন জন্মের অভিজ্ঞতাপ্রাপ্ত খ্রীষ্টিয়ান বিশেষ ভাবে যুব দম্পতি যাদের এখনও সন্তান হয়নি অথবা পাঁচ বছরের নীচে একটি সন্তান আছে।
  • কমপক্ষে এসএসসি পাশ এবং কোন একটি মন্ডলীর সহভাগীতায় অন্ততঃ ছয় মাস যাবত আবদ্ধ আছেন।
  • নিরোগ ও সু-স্বাস্থ্যের অধিকারী যিনি সুশৃঙ্খল নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী।
  • সিডিসির কোর্স বছরের মধ্য জানুয়ারীতে আরম্ভ হয়ে মধ্য ডিসেম্বর পর্যন্ত চলে। সকল আগ্রহী প্রার্থীদেরকে সিডিসির নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে ৩১শে অক্টোবরের মধ্যে সিডিসিতে পাঠাতে হবে।
  • আবেদন ফর্ম ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন অথবা অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সরাসরি আমাদের কাছে পাঠাতে পারেন।