যারা বিভিন্ন কারণে সিডিসিতে পূর্ণ এক বৎসরের জন্য প্রশিক্ষণ নিতে আসতে পারেন না, মন্ডলীর সেই সকল নেতৃবৃন্দের জন্য সিডিসিতে খন্ডকালীন (৬ মাসের) প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ প্রতি ছয় মাস অন্তর অনুষ্ঠিত হয় এবং প্রতিবারে মাত্র ১৫ জন এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায়। প্রতি মাসে শিক্ষার্থীরা চার দিনের জন্য সিডিসিতে এই প্রশিক্ষণ নিতে আসেন তারপর তারা তাদের এলাকায় ফিরে যান ও শিক্ষাগুলোকে তাদের মন্ডলীতে ব্যবহার করেন। পরের মাসে আবার তারা চারদিনের জন্য সিডিসিতে আসেন। এভাবে ছয় মাসে মোট ছয় বার তারা সিডিসিতে আসেন ও এই প্রশিক্ষণ গ্রহণ করেন। নতুন বিশ্বাসীদের জন্য এই খন্ডকালীন প্রশিক্ষণ সিডিসিতে ২০১১ সালে শুরু করা হয়েছে। এই প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্য দিয়ে অনেক উৎসাহজনক সাড়া পাচ্ছি।
গ্রামীণ মন্ডলীর আত্মিক নেতৃত্বের ভিত্তিকে আরও মজবুত করার জন্য এই প্রশিক্ষণ খুবই কার্যকরী। ২০১৪ সালের জুলাই পর্যন্ত ৭টি ভিন্ন ডিনোমিনেশনের মোট ৮৩ জন শিক্ষার্থী এই কোর্স সমাপ্ত করেছেন। এদের মধ্যে ৭৪ জন পুরুষ এবং ৯ জন মহিলা রয়েছেন। আগষ্ট ২০১৪ থেকে ৪টি ভিন্ন ডিনোমিনেশনের মোট ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে বর্তমানে কোর্সটি চলছে।
নিম্নলিখিত বিষয়গুলি ৬ মাসের খন্ডকালীন প্রশিক্ষণে শিক্ষা দেয়া হয়:
১. পুরাতন নিয়ম পরিক্রমা | ৭. মন্ডলীর প্রশাসন |
২. নতুন নিয়ম পরিক্রমা | ৮. মৌলিক খ্রীষ্ট ধর্ম |
৩. যীশুর জীবনী | ৯. ধনাধ্যক্ষতা |
৪. শিষ্যত্ব | ১০. খ্রীষ্টিয় নেতৃত্ব |
৫. মন্ডলী ও পরিত্রাণ | ১১. প্রচারবিদ্যা |
৬. খ্রীষ্টিয় বিবাহ ও পরিবার | ১২. সান্ডেস্কুল |
১৩. অন্যান্য ধর্ম |
- এই প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী নেয়া হয় মন্ডলীর পালকের অথবা নেতৃবৃন্দের অনুরোধে। তারপর একটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চুড়ান্ত ভাবে কোর্সের জন্য ১৫ জন শিক্ষার্থীকে সিডিসিতে ৬ মাসের প্রশিক্ষণের জন্য গ্রহণ করা হয়।