বয়স্ক শিক্ষা কার্যক্রম

Adult Literacy1মিস. লাবণ্য প্রভা হালদার স্বল্পকালীন শিক্ষা কার্যক্রমের সম্বয়কারী হিসেবে ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সিডিসিতে কাজ করেন। একজন প্রশিক্ষক হিসেবে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি বয়স্ক শিক্ষা কার্যক্রমের জন্য একটি প্রশিক্ষণ ম্যানুয়েল (আমিও পড়তে পারি) প্রস্তুত করেন যেটি একজন নিরক্ষর ব্যক্তিকে লিখতে ও পড়তে সক্ষম করে গড়ে তুলবে এবং পবিত্র বাইবেল সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

এই প্রশিক্ষণ ম্যানুয়েলটিকে ব্যবহার করে ২০০৬ সালে সিডিসি বয়স্ক শিক্ষা কার্যক্রমের একটি উৎসাহজনক পরীক্ষামূলক প্রকল্প শুরু করে যা অতি অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলে দেয়।

এই বইটি বর্তমানে সাধারণ বাংলা ও আরবী-ফারসী মিশ্রিত বাংলা এই দুটি আলাদা ভার্সনে ছাপা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ভাবে সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে।

Adult-literacy২০১৩ সাল পর্যন্ত সিডিসি মোট ৮০টি কেন্দ্রে বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে যেখানে ১২০৪ জন শিক্ষার্থী এই কোর্সে সফলভাবে অংশগ্রহণ করে কোর্সগুলো সমাপ্ত করেছেন। এসব শিক্ষার্থীরা এখন নিজেরাই লিখতে ও পড়তে পারেন। বর্তমানে দেশের ৯টি জেলায় মোট ১৫টি বয়স্ক শিক্ষা কার্যক্রম চলছে যেখানে ২২৫ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছেন।

মাঠ পর্যায়ে এই শিক্ষাক্রম পরিচালনার পূর্বে বইটি কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যপারে সিডিসি দুদিনের সহায়ক প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। সাধারণতঃ এই কার্যক্রম সিডিসির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত হয় যা তারা তাদের মূল দায়িত্বের পাশাপাশি এই কাজটি করে থাকেন।

বয়স্ক শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা অনেক উৎসাহমূলক ফল পাচ্ছি বিশেষ করে মহিলাদের কাছ থেকে। যখন তারা বুঝতে পারছেন যে তারা এখন পড়তে ও লিখতে পারছেন তখন তাদের মধ্যে পাওয়ার এক অনাবিল সুখ আর গভীর আস্থা সৃষ্টি হচ্ছে।

 

Adult Literacy2সিডিসির বয়স্ক শিক্ষা কার্যক্রম সম্পর্কে আরও জানুন
ভিডিও দেখুন

Leave a Reply

Your email address will not be published.

Comment
Name*
Email*

*