আমাদের দর্শন

সিডিসি’র দর্শন হল, একটি উন্নত ও কার্যকর প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা যেখানে জীবন ঘনিষ্ট শিষ্যত্ব প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ ও নির্ভরযোগ্য শিষ্য গঠণ করা হবে যারা শক্তিশালী খ্রীষ্টিয় মন্ডলী গঠন করবে এবং সেবাকাজ ও নানাবিধ দক্ষতাবৃদ্ধিমূলক কাজের মাধ্যমে উন্নত সমাজ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে।

আমাদের মূল্যবোধ

আমরা খ্রীষ্টিয়ানঃ ঈশ্বর প্রদত্ত মর্যাদায় সকল মানুষের জীবনে বৈষম্যহীনভাবে আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরীয় আশীর্বাদ কামনায় তাঁর অনুসরণ ও পরিচর্য্যা করে থাকি।

আমরা মানুষকে মূল্য দিইঃ সকল মানুষই ঈশ্বর কর্তৃক সৃষ্ট এবং ঈশ্বর সকলকে সমান ভালবাসেন। ঈশ্বর আমাদের আহ্বান করেছেন মানুষকে ভালবাসতে ও তাদের জন্য সেবাকাজ করতে যেন মানুষের প্রতি আমাদের মনোভাব ও সেবাকাজ সমূহ মানুষের অনন্য মর্যাদাকে ও স্বকীয়তাকে সম্মান করে।

আমরা সাক্ষীঃ আমরা যা বিশ্বাস করি সেইমত জীবন যাপন করি। আমাদের জীবন ও স্বার্থহীন সেবাকাজ দ্বারা মানুষের জীবনে আশা জাগাই, দিকনির্দেশনা দেই এবং উৎসাহ ও সহযোগীতা প্রদানের মধ্য দিয়ে মানব ও সমাজ জীবনের সকল মলিনতাকে দূর করে সুস্থ্যতা প্রদান করে থাকি।

আমরা ধনাধ্যক্ষঃ আমাদের জিম্মায় যে সব সম্পদ রয়েছে তার মালিক আমরা নই। এই সম্পদ ঈশ্বরের মাধ্যমে দাতাদের নিকট থেকে পাওয়া পবিত্র আমানত। এই আমানত ব্যবহারের মূল উদ্দেশ্যের প্রতি আমরা বিশ্বস্ত থাকতে চাই।

আমরা অংশীদারঃ আমরা বিশ্বজনীন খ্রীষ্টের দেহের সদস্য যা সর্বকালের ও সকল নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক সীমানার উর্দ্ধে। আমরা অন্যদের সাথে একই লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।