ভর্তি

ভর্তির র্শতাবলী:

ক) ছাত্র-ছাত্রীর জীবনে নতুন জন্মের অভিজ্ঞতা থাকতে হবে ও মন্ডলীর পরিচর্যার কাজে আহবানপ্রাপ্ত হতে হবে এবং ব্যক্তিগত লিখিত আত্মসাক্ষ্য সংযুক্ত করতে হবে।
খ) প্রার্থীকে অধূমপায়ী ও যে কোন নেশামুক্ত হতে হবে।
গ) শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে (বিশেষ যোগ্যতার ক্ষেত্রে শিথিলযোগ্য হবে)।
ঘ) আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন: ১৫ই নভেম্বর
ঙ) প্রতিটি আবেদনপত্রে সাথে নিম্নলিখিত বিষয়গুলো সংযুক্ত করতে হবে।

  • সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি
  • নিজ মন্ডলীর পালকের/সম্পাদকের নিকট থেকে খ্রীষ্টিয় জীবন সর্ম্পকে সুপারিশ পত্র
  • বিবাহিতদের ক্ষেত্রে বিবাহের সার্টিফিকেটের ফটোকপি
  • সদ্য তোলা দুই কপি পাসর্পোট সাইজের ছবি