আমাদের দেশে অনেক অসহায় শিশু আছে যারা স্কুলের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কারণ তাদের পিতামাতারা তাদের সন্তানদের স্কুলের বেতন ও বইপত্রের খরচ যোগাড় করতে পারে না। ফলে আমাদের দেশের শিশুদের একটি বিরাট অংশ নিরক্ষরতার অভিশাপের নীচে বসবাস করছে ও সমাজের অগ্রযাত্রা থেকে পিছিয়ে পড়ছে। এইসব পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদেরকে সাহায্য করতে দেশের বিভিন্ন এলাকায় “নব আশা শিশু শিক্ষা” কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে দেশের নয়টি জেলায় মোট ১,৭০৪ জন শিশু নব আশা শিশু শিক্ষালয়ে পড়াশুনা করছে।
নব আশা শিশু শিক্ষা কার্যক্রমটি সিডিসি’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন গ্রামীণ জনপদে পরিচালিত হচ্ছে।